শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

সাতক্ষীরায় ৩৪ জন পিপি- জিপি নিয়োগ

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত এবং নারী ও শিশু দমন ট্রাইবুনালে ৩৪ জন পিপি, অতিরিক্ত পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সরিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে একজন পিপি, একজন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এবং একজন জিপি ছাড়াও ১৪ জন অতিরিক্ত পিপি, ১২ জন এপিপি এবং ৫ জন এজিপির নাম রয়েছে।

পাবলিক প্রসিকিউটর-পিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এড. শেখ আব্দুস সাত্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর-পিপি এড. শেখ আলমগীর আশরাফ এবং এড. অসীম কুমার মন্ডলকে সাতক্ষীরার সরকারী কৌশুলী-জিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ১৪ জন অতিরিক্ত পিপি হলেন, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মোস্তফা জামান, এড. গোলাম গনি দুদু, এড. এবিএম ইমরান শাওন, এড. আরিফুর রহমান আলো, এড. মো. জালাল উদ্দীন, এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. শেখ আবু সাঈদ রাজা, এড. রফিকুল ইসলাম (৩), এড. সিরাজুল ইসলাম (৫), এড. আব্দুল জলিল, এড. সাঈদুর রহমান সাঈদ এড. আবু বকর সিদ্দিক।

১২ জন এপিপি হলেন, এড. উম্মে হাবিবা রূপা, এড. নজরুল ইসলাম, এড. এসএম আজিজুল হক, এড. শাহানা ইমরোজ, এড. তারিক ইকবাল অপু, এড. শাহাদাত হোসেন (৪), এড. শেখ মাহমুদুল হাসান জিকো, এড. ফাতিমা ফারজানা ফেরদৌসি, এড. মো. শহিদুল ইসলাম (২), এড. মো. সাইফুজ্জামান মিঠু, এড. মো. হুমায়ুন কবির ও এড. বিএম মিজানুর রহমান মিন্টু।

এবং ৫ জন এজিপি হলেন, এড. জিএম ফিরোজ আহমেদ, এড. মেহেদী হাসান, এড. শেখ আলাউদ্দীন, এড. হাসনাত মনির ও এড. মো. আব্দুর রাজ্জাক (২)।
এ ব্যাপারে এড. অসীম কুমার মণ্ডল জানান, এ ব্যাপারে বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টা পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা দাপ্তরিক চিঠি পাননি।



Our Like Page