শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

সাতক্ষীরায় ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ

গাজী হাবিব, সাতক্ষীরা:
জেলার ৩৬ শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখা ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

সাতক্ষীরা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসলেম উদ্দীন, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন, জামায়াতের শূরা সদস্য এড. আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিতি ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শহীদরা আমাদের গর্ব। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ মুক্তভাবে নিশ্বাস নিতে পারছি। যে মহান উদ্দেশ্যে শহীদদের জীবনদান, তা যেন পূর্ণতা পায়- এটাই আমাদের প্রত্যাশা। আওয়ামী অপশক্তির হাত থেকে যারা আমাদের মুক্তি দিয়েছেন, তারাই আমাদের শহীদ। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

এ সময় তিনি সরকারের প্রতি শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণের আহ্বান জানান এবং আমিরে জামায়াতের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানান।

শহীদ মুজাহিদের গর্বিত পিতা বলেন, মুজাহিদ ছিল আমার আদরের সন্তান। সে দেশের জন্য জীবন দিয়েছে, এজন্য আমি গর্বিত। যদি তার জীবনদানের মাধ্যমে দেশে প্রকৃত অর্থে বৈষম্যহীনতা প্রতিষ্ঠিত হয়, তবে তার জীবন সার্থক হবে।



Our Like Page