শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে আল আরাফাহ্ ব্যাংকের ম্যানেজার সড়ক দুর্ঘটনায় নিহত

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব সুমন নামে আল আরাফাহ্ ব্যাংকের কালিগঞ্জ শাখা ব্যাবস্থাপক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত একটার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।
নিহত আহসান হাবিব সুমন (৪৪) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরিফের আবুল কাশেমের ছেলে ও আল আরাফাহ্ ব্যাংকের কালিগঞ্জ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।

নলতা আহছানিয়া মিশন ডিগ্রী কলেজের প্রশাসনিক কর্মকর্তা আহসান রেজা জানান, তার ভাই আহসান হাবিব সুমন আল আরাফাহ্ ব্যাংকের কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে অফিস থেকে বের হয়ে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকার স্টার ফিলিং স্টেশনের পাশে পৌঁছানো মাত্র সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দ্রুত বেগে পিছনে চলে এসে তার ভাইয়ের মটর সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ভাই গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নলতা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে জরুরী ভিত্তিতে যশোরের অর্থোপেডিক্স ডাক্তার আব্দুর রউফের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার বাদ যোহর নলতা রওজা শরিফ মসজিদে জানাযা শেষে ভাইয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান জানান, আল আরাফাহ্ ব্যাংকের কালিগঞ্জ শাখার ম্যানেজার আহসান হাবিব সুমন যশোরে মারা গেছেন মর্মে তিনি শুনেছেন।



Our Like Page