সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

সাতক্ষীরার কালিগঞ্জে ভুমিদস্যুদের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিটে নেতৃত্বদানকারী ভূমিদস্যু সাইফুল হকসহ তার দোসরদের শাস্তির দাবীতে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছে।

রবিবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার কদমতলা বাজারে পরসম্পদলোভী ও মামলাবাজ সাইফুল হকের দায়ের করা মিথ্যা মামলায় ইউসুপ মোড়ল, বারী মোড়ল, আবুল খায়ের, মন্টু গাজীসহ নিরীহ মানুষকে আসামী করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে লুৎফর মল্লিকের ছেলে কবীর হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে গত ০৯/১০/২৪ তারিখে ২৫/৩০ জন দুবৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময়ে পৃথক ১০টি বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করে। এঘটনায় বন্দীপুর গ্রামের আবু জোহা’র ছেলে সাইফুল ইসলামের (৩৫) নেতৃত্বে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে একই এলাকার মৃত সমির গাজীর শাহিনুর রহমান (৬৫), মিজানুর রহমানের স্ত্রী রাশিদা খাতুন (৩০) কে কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এদের মধ্যে মনিরুলের আশঙ্কাজনক অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময়ে স্থানীয়রা ১ মহিলাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটকৃতরা হলেন কবীর মল্লিকের স্ত্রী রহিমা বেগম (৪২), ছেলে শরিফুল ইসলাম (৩০) ও জামাতা মেহেদী হাসান (২৭)। অথচ হামলাকারী সাইফুল ইসলাম বাদী হয়ে প্রকৃত জমির মালিক মৃত ছোরাপ মোড়লের ছেলে ইউসুপ, শুকর মোড়লের ছেলে বারী মোড়ল, পীরগাজন গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল খায়েরসহ ১৩ জনকে আসামী করে সিআরপি-৮১৭/২৪ মামলা দায়ের করে হয়রানী করছে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন সাইফুলের দায়ের করা মামলা আসামীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ স্থানীয় গ্রামবাসী।



Our Like Page