রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক। আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।

সোমবার (৪ আগস্ট) ভোরে ভোমরা-লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলির ছররা অংশ আলমগীরের ঘাড়, চোখ ও মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, তার মামা আলমগীরের সীমান্তসংলগ্ন একটি মৎস্যঘের রয়েছে। প্রতিদিনের মতো তিনি ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন দৌড়ে আসছিল, যাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এই গুলিতেই আহত হন আলমগীর।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আহতের শরীরের ডান পাশে ছররা গুলির আঘাত রয়েছে। তবে তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার জহির উদ্দীন বলেন, “আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে অবৈধ পথে ফেরার সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, আলমগীর দীর্ঘদিন ধরে সীমান্ত চোরাকারবারের সঙ্গে জড়িত। ভারত থেকে অবৈধভাবে মাদক, চিংড়ির রেনু ও অন্যান্য মালামাল আনতেন তিনি। অনেকে ধারণা করছেন, এই রকম কোনো কার্যকলাপে জড়িত থাকাকালেই তিনি বিএসএফের গুলির শিকার হন।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে।



Our Like Page