রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক (১১৫৫ ও ১১৫৯) ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে দুই প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ ও ইসরাইল গাজীর উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার আবু মুছা।

ঘোষিত তফসিলে জানানো হয়, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৯) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট।

তফসিল অনুযায়ী জানা যায়, ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জুলাই খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি শুনানী, ১৬ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ জুলাই মনোনয়ন পত্র দাখিল, ২০ জুলাই মনোনয়নপত্র যাছাই-বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২১ জুলাই প্রার্থীদের আপিল আবেদন ও আপিলের উপর শুনানী, ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৩ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৯)এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. আবু মুছা ও মো. আসাদুল ইসলাম এবং ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৫) এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান ইসরাইল গাজী। এই ইউনিয়নের সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, পরিতোষ কুমার ঘোষ ও আবু হাসান।

এছাড়া, দুই নির্বাচন কমিশনার কার্যালয়ের অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জলিলুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. লুৎফুর রহমান মন্টু ও আব্দুস সবুর।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার তা করতে আমরা বদ্ধপরিকর। সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তফসিল ঘোষনার সময় নির্বাচন কমিশনসহ দুই শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Our Like Page