
সাতক্ষীরা প্রতিনিধি:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ শ্যামনগর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড।
আটক হওয়া ব্যক্তির নাম অস্ত্র ব্যবসায়ী আবু জাকারিয়া রাজু (৪০)। সে সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা।
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোলা ট্রলার ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা বিএন লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন সোমবার (৪ নভেম্বর) রাত ৮ টায় দেয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিডিয়া কর্মকর্তা বিএন লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন জানান, অভিযান পরিচালনা কালে ১ টি ৯ মি:মি: পিস্তল, ২ টি ফাঁকা ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলিসহ জাকারিয়া রাজুকে গ্রেপ্তার করে কোস্টগার্ড। অস্ত্র ব্যবসায়ী জাকারিয়া রাজুর বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে।
তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র, ফাঁকা ম্যাগাজিন, তাজা গোলা ও আটককৃত ব্যক্তিকে শ্যামনগর থানায় হস্থান্তর করেছে কোস্টগার্ড।