সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

সাতক্ষীরার শ্যামনগরে বনকর্মীদের উপর দুর্বৃত্তের হামলার চেষ্টা

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগরে মীরগাং টহল ফাঁড়ির বনকর্মীদের উপর হামলার চেষ্টা চালিয়েছে একদল হরিণ শিকারী।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরা থেকে ফাঁড়িতে ফেরার পথে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন পাউবো’র বাঁধের উপর ওই হামলা চেষ্টার ঘটনা ঘটে।

এসময় শ্যামনগরের মীরগাং টহল ফাঁড়ির কর্মরত বনকর্মীরা ভিন্ন পথে অপর নৌযানের সহায়তায় চুনকুড়ি টহল ফাঁড়িতে আশ্রয় গ্রহণ করে। হামলা চেষ্টার ঘটনায় জড়িতরা স্থানীয় বিএনপি ও যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

একদিন আগে সুন্দরবনের মধ্য থেকে জবাইকৃত হরিণ উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ শিকারীদের পক্ষ নিয়ে তারা বনকর্মীদের উপর হামলার চেষ্টা চালায় বলে অনেকে দাবি করেন।

মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া জানায়, আমরা রবিবার রাতে সুন্দরবন থেকে জবাইকৃত একটি হরিণ উদ্ধার করি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে উদ্ধারকৃত হরিণ জমা দিতে সাতক্ষীরা আদালতে যাই। সারাদিনের কার্যক্রম শেষে সাতক্ষীরা থেকে ফেরার পথে রাত ৯টার দিকে অফিসে ফেরার পথে ১৬/১৭ জন যুবক বনকর্মীদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। এসময় বনকর্মীরা চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি মহোদয়ের সহায়তায় ভিন্ন পথে পালিয়ে জীবন রক্ষা পায়।

ওসি গোলাম কিবরিয়া আরও জানান, উদ্ধারকৃত হরিণ নিয়ে সাতক্ষীরা আদালতে যাওয়ার পর একদল যুবক বনকর্মীদের সহায়ক সংগঠন সিপিজি দলের সদস্য পরিমল মন্ডলের বড়ভেটখালী গ্রামের বাড়িতে হামলার চেষ্টা করে। এসময় আনিছুর, সাহেব আলী, আব্দুর রহিমসহ ১০/১২ জন পরিমলের স্ত্রী সন্তানদের ভয়-ভীতি দেখিয় বিভিন্ন ধরনের হুমকি দেয়।

ওসি দাবি করেন, উদ্ধারকৃত হরিণ নিয়ে স্থানীয় দুই যুবককে পালাতে দেখেছিলেন। হরিণ উদ্ধারের পর সংগত কারনে আসামি হওয়ার ভয় থেকে তারা বনকর্মীদের ‘টার্গেট’ করে হামলার চেষ্টা করেছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছন বলে জানান।

স্থানীয় গ্রামবাসী আবুল খায়ের জানান, হামলার নেতৃত্বে ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাবের মোড়লের ভাগ্নে বিএনপি কর্মী আনিছুর রহমান। এছাড়া যুবদল কর্মী সাহেব আলী ও আবিয়ারসহ চুনকুড়ি ওয়ার্ড বিএনপি কর্মী আব্দুর রহিম নিজেদের কর্মী সমর্থকদের জড়ো করেছিলেন হামলার জন্য।

আবুল হোসেনসহ মীরগাং গ্রামের কয়েকজন দাবী করেন ৭/৮ দিন আগে চুনকুড়ি টহল ফাঁড়ির সদস্যরা বন থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা শতাধিক ফাঁদ উদ্ধার করে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে চিহ্নিত হরিণ শিকারীরা দুই দিন আগে বনবিভাগকে ফাঁদ উদ্ধারে সহায়তাকারী ছোট নামের এক শ্রমিককে বেপরোয়া মারধর করে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ফেরার আগেই হরিণ উদ্ধারের সাথে জড়িতদের উপর হামলার বিষয়ে আমরা হুমকি পেয়েছিলাম। যার প্রেক্ষিতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করে আসার পরার্মশ দেন। কিন্তু রাত হয়ে যাওয়ার পাশাপাশি সারাদিনের দৌড়ঝাঁপে সহকর্মীরা ক্লান্ত থাকার কারণে পরবর্তী দিনে বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিএনপি কর্মী আনিছুর রহমান জানান, তিনি সুন্দরবনে যাতায়াত করেন না। তারপরও তাকে জড়িয়ে বনকর্মীরা মিথ্যা অভিযোগ দেয়ায় তিনি লোকজন নিয়ে তাদের সাথে শোনা-বোঝার চেষ্টা করেছিলেন। পরিমলের বাড়িতে তথ্য নেয়ার জন্য যাওয়া হলেও তাদেরকে ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি তিনি অস্বীকার করেন।



Our Like Page