গাজী হাবিব, সাতক্ষীরা:
কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন এ ঘোষনা দেয়।
জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিলো। এর মধ্যে ২১ জানুয়ারী নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।
পরে আজ বুধবার (২২ জানুয়ারী) উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশ ডাকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ। তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
শ্যামনগর থানা পুলিশ জানায়, রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।