সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

সাতক্ষীরার সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি কারাগারে

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, সোমবার (১৯ মে) দিবাগত রাত ৩ টার দিকে তাকে তার সাতক্ষীরা শহরের হাটের মোড় এর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দিনের মেয়ে ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদের স্ত্রী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, জেলা আওয়ামী লীগের নেত্রী লায়লা পারভিন সেঁজুতি চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সৃষ্টি, সদর উপজেলার আলীপুরের আলাউল ইসলামের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তেপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ভোর তিনটার দিকে তাকে তার হাটের মোড়ের বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিষয়ে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. জিএম লুৎফর রহমান জানান, সংশ্লিষ্ট মামলার নথি জজ কোর্টে থাকায় আজ সেজুতির জামিন শুনানী করা যায়নি।
প্রসঙ্গত: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লায়লা পারভীন সেঁজুতি।



Our Like Page