 
						
গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আসন্ন নির্বাচনে আইনজীবী সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। এ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
জানা গেছে, ২০২৫ সালের নির্বাচনকে সামনে রেখে গত ২৯ অক্টোবর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচন পরিচালনার জন্য অভিজ্ঞ ও সিনিয়র আইনজীবীদের নিয়ে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নবগঠিত কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম (খোকন)। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট ফেরদৌসি আরা লুসি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এস এম মশিয়ার রহমান এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রচারণা কার্যক্রম শুরু হবে। নির্বাচনের দিন আইনজীবী ভবন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
জেলা আইনজীবী সমিতির অভিজ্ঞ সদস্যদের মতে, সাতক্ষীরা বার এসোসিয়েশনের নির্বাচন শুধু নেতৃত্ব নির্ধারণের প্রতিযোগিতা নয়; এটি জেলা আইনজীবীদের পেশাগত ঐক্য, সংগঠন শক্তিশালীকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার একটি ঐতিহ্যবাহী প্রক্রিয়া।
নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট শফিকুল ইসলাম (খোকন) জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চেষ্টা করবো। আইনজীবীদের ঐক্য এবং সম্মান বজায় রাখাই হচ্ছে এ কমিশনের মূল লক্ষ্য।
আগামী কয়েক দিনের মধ্যেই সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশিত হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।