শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অনলাইন জুয়া, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ, অনিষ্পন্ন মামলার দ্রুত নিষ্পত্তি, মানব পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, ৩৭ বীর-এর অধিনায়ক ইফতেখার আহমেদ, ৩৩ বিজিবি-এর উপ-অধিনায়ক সাদমান হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জামায়াতের মহিলা সেক্রেটারি জয়নাব পারভীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ।

সভায় সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



Our Like Page