শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক

সাতক্ষীরা জেলা তরুন দলের পরিচিতি সভা ও হুইলচেয়ার প্রদান

গাজী হাবিব, সাতক্ষীরা:
জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা ও প্রতিবন্ধি ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি এম ডি আলমগীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুছার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি ছিলেন- জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এ কে আল রিয়াদ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী প্রমুখ।

পরিচিতি সভায় জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল হচ্ছে ভবিষ্যৎ রাজনীতির চালিকাশক্তি। আজকের তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ হয়, তবে এদেশে গণতন্ত্র ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম আমাদের প্রেরণার উৎস। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ বছর জামায়াতের সাথে আন্দোলন করেছি কিন্ত ৫ আগস্টের পর জামাায়ত বলে- আওয়ামী লীগ ও বিএনপি- দুই সাপের একই বিষ। জামায়াতের ভাই ও বোনেরা আপনারা এগুলো ঠিক বলছেন না। জামায়াত এনসিপিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে । ধর্মের কথা বলে রাজনীতি করে আপনারা ধর্মের বিরুদ্ধে কাজ করছেন। বিএনপি ইসলামী মূল্যেবোধে বিশ্বাস বিশ্বাসী একটি দল।

সভায় বক্তারা বলেন- তরুণরাই রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট বিদায় করেছে। অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে তরুণরাই হবে ঢাল। জামায়াত এবং শিবির ধর্ম নিয়ে যে ব্যবসা শুরু করেছে তার পরিণতি একদিন ভোগ করতে হবে। তারা আওয়ামী লীগের ভেতরের শক্তি। বিগত ১৫ বছর তারা আওয়ামী লীগের ছায়ায় ছিল। আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার নির্যাতন ও জুলুম এদেশের মানুষের উপর করেছে তার অংশীদার হল জামায়াত ও শিবির।

পরিচিতি সভার পাশাপাশি তরুণ দলের পক্ষ থেকে আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয় হুইলচেয়ার প্রাপ্ত ব্যক্তির নাম আলফাজ গাজী, তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকার শাহজাহান গাজীর পুত্র।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দল ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে। বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানের শেষে অতিথি তরুণ দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার প্রত্যয়ে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় জেলা তরুণ দলের মহিলা নেত্রী শাহানারা বেগম ও হালিমা নূরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page