রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
বেনাপোলের সুনামধন্য ও সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

১৬ই জানুয়ারী বৃহস্পতিবার দিঘীরপাড়ে অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নিজস্ব প্রাঙ্গণ এই চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকর শিক্ষার্থীদের পাঁচটি বিভাগে ভাগ করে এই চিত্র অংকন প্রতিযোগিতা সমাপ্ত হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকরা আনন্দ প্রকাশ করে জানান বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজন সন্তানদের মেধা বিকাশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন ব্যতিক্রমধর্ম আয়োজন করার জন্য তারা শিক্ষকদের কে ধন্যবাদও জানান।

এবিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইমামুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিষদ প্রতি বছরেই চিত্র অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আবৃতি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করে থাকেন। এতে করে শিক্ষার্থীদের নানা রকম প্রতিভার বিকাশ ঘটে।



Our Like Page