শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

সিন্ডিকেটের দাপট ভেঙে চট্টগ্রামে ন্যায্যমূল্যে সবজি : মানবতার পাশে দাঁড়িয়েছে শামসুল হক ফাউন্ডেশন

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সবজি বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। অসাধু সিন্ডিকেটের কারণে কৃষক যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও অতিরিক্ত দামে সবজি কিনতে হচ্ছে। এই সংকটময় সময়ে এক অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। চাঁন্দগাওয়ের বহদ্দার বাড়ি পুকুর পাড়ে তারা স্থাপন করেছে একটি অস্থায়ী সবজি বিক্রয় কেন্দ্র, যেখানে সবজি বিক্রি হচ্ছে বাজারের তুলনায় অনেক কম দামে।

এখানে লাউ বিক্রি হচ্ছে কেজি ১৭ টাকায়, পেঁপে ২৫ টাকায়, বরবটি ৪৫ টাকায়, বেগুন ৫৫ টাকায়, শসা ২৫ টাকায় এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায়। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, “যতদিন বাজারের মূল্য সহনীয় পর্যায়ে আসবে না, ততদিন আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। আমাদের উদ্দেশ্য বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া।”

তিনি আরও জানান, “আমরা রেয়াজ উদ্দিন বাজার আড়ত থেকে সরাসরি সবজি সংগ্রহ করছি, কোনো লাভ ছাড়াই একই দামে বিক্রি করছি। অন্যান্য সংগঠনগুলোকেও অনুরোধ করছি, সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুক এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াক।”

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর লোকমান হাকিম জানান, আজ ৪ টন সবজি আনা হয়েছে, যা দ্বারা উপকৃত হবে অন্তত ১ হাজার পরিবার।

ফাউন্ডেশনের এই উদ্যোগের খবর দ্রুত ছড়িয়ে পড়েছে, এবং দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছে ন্যায্যমূল্যে সবজি কিনতে। লম্বা লাইন থাকলেও ক্রেতাদের মুখে রয়েছে স্বস্তির হাসি। সবজি কিনতে আসা সুমন মিয়া বলেন, “বাজারে যেখানে সবজির দাম আকাশছোঁয়া, সেখানে এখানে ন্যায্যমূল্যে সবজি পেয়ে আমরা খুব খুশি।”

স্থানীয় বাসিন্দা লায়লা আক্তার মন্তব্য করেন, “আগে যে দামে একটি সবজি কিনতাম, এখন সেই দামে দুই-তিনটি সবজি কিনতে পারছি।”

সিন্ডিকেটের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে লোকমান হাকিম জানান, “সিন্ডিকেটের কারণে ভোক্তা ও কৃষক উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণস্বরূপ, একটি লাউ উৎপাদনকারী কৃষক মাত্র ৮-১০ টাকা পায়, অথচ খুচরা বাজারে সেই লাউ বিক্রি হয় ৪০-৫০ টাকা দরে।”

শামসুল হক ফাউন্ডেশন সবজি বিক্রয় কেন্দ্রে একটি ‘ডোনেট বক্স’ স্থাপন করেছে, যেখানে সামর্থ্যবানরা সবজি দান করছেন। এখান থেকে অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে সবজি সংগ্রহ করতে পারছেন, যা তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে।

ফাউন্ডেশনের এই কার্যক্রমের মাধ্যমে একদিকে সিন্ডিকেটের দাপট ভাঙার চেষ্টা করা হচ্ছে, অপরদিকে সাধারণ ভোক্তা ও কৃষকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনা হচ্ছে। ফাউন্ডেশনের নিরলস প্রচেষ্টা নগরবাসীর মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।



Our Like Page