মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল :
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। একইসাথে পৃথক অভিযানে বিদেশী মদ, থ্রী-পিছ ও লেহেঙ্গা আটক করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার দিনব্যাপী বেনাপোল বিওপি, আইসিপি, ধান্যখোলা ও হিজলী ক্যাম্পের বিজিবি সদস্যরা এ মাদক ও পণ্যসামগ্রীর চালান জব্দ করেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ আটকের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৩ লক্ষ ৮৪ হাজার ৬০০/- টাকা মূল্যের অবৈধ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, থ্রী-পিস এবং লেহেঙ্গা আটক করা হয়েছে।