শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার

গাজী হাবিব, সাতক্ষীরা:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্যে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে উদ্ধার করে লোকালয়ে ফেরেন তাঁরা।

ওই বৃদ্ধার উদ্ধৃতি দিয়ে দুই জেলে বলেন, খুলনা জেলার তেরখাদা থানার কাটাংগা গ্রামের আব্দুল গফফারের স্ত্রী তিনি। তার নাম শুকুরুননেছা। তার রফিকুল নামের একটি ছেলে রয়েছে। এছাড়া তিনি আর কিছুই বলতে পারছেন না। তবে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর উপজেলার সোরা গ্রামের জেলে আলমগীর খাঁ জানান, তিনি ও তাঁর সহযোগী রহমান গাজী তিন দিন আগে কাঁকড়া ধরতে সুন্দরবনে যান। কাঁকড়া ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে শুয়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে তারা তাদের বাড়িতে নিয়ে আসেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, আলমগীর খাঁ ও রহমান নামে দুই জেলে ওই নারীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাতে তাদের বাড়িতে রেখে সকালে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। এখন তিনি পরিষদের হেফাজতে রয়েছেন।

এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এ.বি.এম হাবিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে এমন একটি ঘটনা জানতে পেরেছি। কিভাবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন অরণ্যে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।



Our Like Page