মালিক মাহদীর ইবনে জামান, খুলনা থেকে:
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
সম্মেলনে তিনি বলেন, ৫ আগস্টের সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষের চোখে ফুটে উঠেছে। দেশের ছাত্রসমাজ ও আলেম সমাজকে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মামুনুল হক আরও বলেন, ইসলামপন্থি সব দলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ঐক্য যেন ভাঙনের শিকার না হয়, সেদিকে ছাত্র এবং উলামায়ে কেরামকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাই করে পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র বাংলাদেশের ওপর মুক্তিযুদ্ধবিরোধী নীতির আলোকে গণঅভিপ্রায়বিরোধী সংবিধান চাপিয়ে দিয়েছিল। এ অবস্থায়, দেশের ইসলামপন্থি দলগুলোকে ন্যায়বিচার ও সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা নিতে হবে।
মামুনুল হক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায় মূর্তি তৈরি করতে পারবে, তবে মুসলমানদের ধর্মীয় স্থাপনার সামনে মূর্তি থাকতে পারবে না। পূজাকে ঘিরে যাতে কোনও নৈরাজ্য না ঘটে, সেদিকে ইসলামি দলগুলোকে সজাগ থাকতে হবে। কেউ যদি হিন্দুদের মূর্তির ওপর আঘাত হানে, তবে সেই হাত ভেঙে দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে মামুনুল হক বলেন, তাদের রাজনীতি ছিল বিভাজনের, কিন্তু আমরা আর বিভাজন চাই না। আমরা সবাই মিলে বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা রমিজউদ্দীন। এছাড়া খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।