মোাংলা প্রতিনিধি :
মোংলায় বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। সোমবার ৭ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি পুজা মন্ডব পরিদশন শেষে দুপুরে হিন্দু সম্পদ্রায়ের সাথে বটতলা পুজা মন্ডবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, কেউ হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘর বা পুজা মন্ডবে হামলা করলে তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে। দলীয় কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরে তার নিজ্বস্ব তহবিল থেকে পুজা কমিটির দায়িত্বশীলদের কাছে অর্থিক সহায়তা করা হয়। এসময় মোংলা উপজেলা কেন্দ্রীয় বটতলা পুজা কমিটি ও মন্দির কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।