১ ফেব্রুয়ারি নওয়াপাড়ায় স্বল্পমূল্যে ছানি ও ডায়াবেটিস রুগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হবে
Update Time :
মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
/
দক্ষিণ বাংলা ডেস্ক : ছানি রোগীদের জন্য সুখবর। রোটারী ক্লাব অব নওয়াপাড়া ও আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে ছানি ও ডায়াবেটিস রুগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হবে। মাত্র ২০ টাকা খরচে আদ-দ্বীন কমিউনিটি হেলথ এন্ড মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় উপজেলা মোড় নওয়াপাড়া অভয়নগর যশোরে অবস্থিত রোটারী খোরশেদ আলী মোগল হেলথ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে আগামী পহেলা ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত। -: ক্যাম্পের সেবাসমূহ:-
চোখ পরীক্ষার মাধ্যমে ছানিরোগী বাছাই করা হবে। বাছাইকৃত ছানি রোগীদের আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, বয়রা, খুলনা-এ অপারেশন করা হবে ও এক রাত অবস্থান করতে হবে।
আধুনিক লেন্স সংযোজনের মাধ্যমে দক্ষ চিকিৎসক দ্বারা অপারেশনের সুব্যবস্থা আছে তাতে চশমা পরতে হয় না, চশমা ছাড়াও দেখা যায়।
০-১৪ বছর পর্যন্ত শিশুদের চোখের ছানি ও বিভিন্ন সমস্যার প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। অপারেশন করতে আগ্রহী পুরুষ রোগীদের জন্য একটি পরিস্কার লুঙ্গি এবং মহিলাদের জন্য একটি পরিস্কার শাড়ী কাপড়, প্রয়োজনীয় বিছানা ও একটি মোবাইল নম্বর সাথে নিয়ে আসতে হবে।
ক্যাম্প-এ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই ছানি ও ডায়াবেটিস রোগী বাছাই ক্যাম্পটি সার্বিক ব্যবস্থাপনা করেছে রোটারী ক্লাব অব নওয়াপাড়া এবং ক্যাম্পের সহযোগিতায় থাকবেন রোটারেক্ট ও ইন্টারেক্ট ক্লাব অব নওয়াপাড়া।