“৫০০ টাকার সাংবাদিক”
রাজয় রাব্বি
পত্রিকার পাতায় লেগে থাকা কালো অক্ষরের ঘ্রাণ,
খবরের মাঝে হারিয়ে যায় যে সাংবাদিকের প্রাণ।
ক্যামেরার ফ্ল্যাশে বন্দি তার চোখের জল,
গলিতে গলিতে ছুটে চলে সে, রোদ-বৃষ্টি-ধুলোয় ছল।
অন্যের সুখ-দুঃখ তুলে ধরে কলমের ডগায়,
জীবনের গল্প তুলে আনে কাগজের পাতায়।
৫০০ টাকার নোটে বাঁধা তার স্বপ্ন আর আশা,
বুকের মাঝে লুকিয়ে রাখা অগণিত ভালবাসা।
৫০০ টাকা হাতে, কাজের শেষে ফিরে বাড়ি,
খিদের জ্বালায় মুখে ওঠে সস্তা খাবারের কড়ি।
তবু ভাঙে না মন, ভাঙে না তার কর্মপ্রাণ,
কারণ সে জানে, কলমের জোরেই হবে জয়গান।