সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

৭ বছরের একটা ছেলে শিশুকে বলাৎকার করার অভিযোগ

দক্ষিণ বাংলা ডেস্ক:
ভোলা শশীভুষন থানাধীন নাংলাপাতা গ্রামের রাকিবের শিশু বাচ্চা হাসান (৭) কে ঝোপের আড়ালে ডেকে নিয়ে বলাৎকার ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী গ্রামের সিরাজের ছেলে নকিব (২৫) এর উপর।


গত ০৯ অক্টোবর দুপুরের দিকে নাংলাপাতার রাকিব হোসেন এর ছেলে হাসান তার বাড়ির পিছনে দোকানে যাওয়ার সময় পার্শ্ববর্তী গ্রামের নকিব তাকে ডেকে এক ঘন ঝোপে নিয়ে যায় সেখানে নিয়ে ভিকটিম হাসানের মুখ চেপে ধরে তাকে নির্মম ভাবে বলাৎকার করে এর ফলে ভিকটিম হাসানের পায়ুপথ ফেটে প্রচুর পরিমানে রক্তপাত হয়। ঘটনা ঘটার পর নকীব ভিকটিমকে নানা ভয়ভীতি দেখায়। এবং তাকে হত্যাচেষ্টা করে। ভিকটিমকে বলাৎকারের পর ওই ঝোপেই ফেলে রাখা হয়। অনেক খোজাখোজির পর ভিকটিম এর নানী রোকেয়া বেগম তাকে ওই ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে জিজ্ঞেস করলে সে সবকিছু তার নানীকে বলে তারপর স্থানীয় লোকজন মিলে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে।ডাক্তার অবস্থা গুরুতর দেখে ভিকটিম এর এক্স-রে করায় এবং ভিকটিম এর পরিবারকে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের পরামর্শ দেয়। সেখানে রিক্সাচালক নকীব এর পরিবার উপস্থিত হয় এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
এ ব্যাপারে ভিকটিম এর নানী রোকেয়া বেগমকে জিজ্ঞাসা করলে রোকেয়া বেগম জানায়, তার নাতিকে সে দোকানে তেল আনার জন্য পাঠালে নকীব নামের এক যুবক তাকে জোরপুর্বক বলাৎকার করে এবং হত্যাচেষ্টা করে বলে তিনি অভিযোগ জানায়। তিনি নকীব এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে।

এ ব্যাপারে স্থানীয় লোকদের কাছে জানতে চাইলে তারা জানায়, নকীব এর আগেও অনেক খারাপ কাজ করছে । এই ঘটনাটা নিন্দাজনক বলে তারা নকীব এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।



Our Like Page