মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

৮৮ যশোর ৪ আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুব

দক্ষিণ বাংলা ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসন থেকে বিএনপির হয়ে লড়বেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

তিনি বলেন, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব দীর্ঘ ২৫ বছর ধরে যশোর-৪ আসনের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করেছেন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিএনপির জন্য তিনি ঘরবাড়ি, অর্থসম্পদ সবকিছু হারিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের দুর্দিনে তারেক রহমানের সঙ্গে সার্বিক বিষয়ে যোগাযোগ রেখেছেন। টিএস আইয়ুবের সঙ্গে তৃণমূলের নিবিড় সম্পর্ক এবং দলের প্রতি অবদানের কারণে এলাকার মানুষের কাছে তিনি জনপ্রিয়তার শীর্ষে আছেন। যার কারণে ‍বিএনপি এই আসনকে বেঁছে নিয়ে টিএস আইয়ুবের হাতে ধানের শীর্ষের প্রতীক তুলে দেন।



Our Like Page