শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

অভয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক-৫

স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জন কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বৌবাজার এলাকায় মাদক কারবারি মমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বুইকারা গ্রামের মৃত হাসিমের ছেলে চিহ্নিত মাদক কারবারি মমিন উদ্দিন (৪০), একই গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সালাম (৩৯), আবুল বাশারের ছেলে জালাল হোসেন (৩৮), কুবাতের ছেলে ইমন (২৩) ও রশিদুলের ছেলে নাঈমুর রহমান দূর্জয় (২৩)।
এসময় উদ্ধার করা হয় ৪০ লিটার দেশি মদ, একটি বিদেশি ছুরি, ৫টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৭৩৫ টাকা, ৫টি বিদেশি মদের বোতল ও একটি বেসবল ব্যাট।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উপজেলার বৌবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি চৌকশ দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য ও নগদ টাকাসহ বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করা হয়। আটক ৫ কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’



Our Like Page