শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

সাতক্ষীরায় শিশুদের রঙ তুলিতে ফুটে উঠলো নিজ শহরের চিত্র

গাজী হাবিব, সাতক্ষীরা থেকে:
কেউ আঁকলো শিশু পার্কের ছবি, কেউবা শহরের অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা। আবার কেউ কেউ ফুটিয়ে তুললো বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় জনভোগান্তির চিত্র। এভাবেই নিজেদের মনের মাধুরী মিশিয়ে নিজ শহরের সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা শহরের পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ে ‘কেমন শহর চাই’ শীর্ষক এক চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রঙ তুলিতে এসব সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে।

এতে ১ম স্থান অধিকার করে ৭ম শ্রেণী শিক্ষার্থী সাহিব ফারদিন অয়ন, ২য় হয় একই শ্রেণীর ওমর ফারুক সুমন এবং ৩য় স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হুমাইরা তাবাসসুম।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থীরা বলে, সাতক্ষীরা শহরে কোনো শিশু পার্ক নেই। কমে যাচ্ছে খেলাধূলার মাঠ। পানি নিষ্কাশনের পথ না থাকায় সর্বত্র জলাবদ্ধতা। শহরের সর্বত্র ময়লা আবর্জনার ভাগাড়।

একই সাথে তারা বলে, আমাদের নগর পরিকল্পনা ও নকশা প্রণয়নে শিশুদের অংশগ্রহণ নেই। শহরের পরিকল্পনায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মতামতকে প্রাধান্য দিতে হবে। শিশুদের মাঝে নগরের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে।

বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান, সহসভাপতি মাকসুদা জেরিন প্রমুখ।



Our Like Page