শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় ৩৪ জন পিপি- জিপি নিয়োগ

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত এবং নারী ও শিশু দমন ট্রাইবুনালে ৩৪ জন পিপি, অতিরিক্ত পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সরিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে একজন পিপি, একজন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এবং একজন জিপি ছাড়াও ১৪ জন অতিরিক্ত পিপি, ১২ জন এপিপি এবং ৫ জন এজিপির নাম রয়েছে।

পাবলিক প্রসিকিউটর-পিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এড. শেখ আব্দুস সাত্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর-পিপি এড. শেখ আলমগীর আশরাফ এবং এড. অসীম কুমার মন্ডলকে সাতক্ষীরার সরকারী কৌশুলী-জিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ১৪ জন অতিরিক্ত পিপি হলেন, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মোস্তফা জামান, এড. গোলাম গনি দুদু, এড. এবিএম ইমরান শাওন, এড. আরিফুর রহমান আলো, এড. মো. জালাল উদ্দীন, এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. শেখ আবু সাঈদ রাজা, এড. রফিকুল ইসলাম (৩), এড. সিরাজুল ইসলাম (৫), এড. আব্দুল জলিল, এড. সাঈদুর রহমান সাঈদ এড. আবু বকর সিদ্দিক।

১২ জন এপিপি হলেন, এড. উম্মে হাবিবা রূপা, এড. নজরুল ইসলাম, এড. এসএম আজিজুল হক, এড. শাহানা ইমরোজ, এড. তারিক ইকবাল অপু, এড. শাহাদাত হোসেন (৪), এড. শেখ মাহমুদুল হাসান জিকো, এড. ফাতিমা ফারজানা ফেরদৌসি, এড. মো. শহিদুল ইসলাম (২), এড. মো. সাইফুজ্জামান মিঠু, এড. মো. হুমায়ুন কবির ও এড. বিএম মিজানুর রহমান মিন্টু।

এবং ৫ জন এজিপি হলেন, এড. জিএম ফিরোজ আহমেদ, এড. মেহেদী হাসান, এড. শেখ আলাউদ্দীন, এড. হাসনাত মনির ও এড. মো. আব্দুর রাজ্জাক (২)।
এ ব্যাপারে এড. অসীম কুমার মণ্ডল জানান, এ ব্যাপারে বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টা পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা দাপ্তরিক চিঠি পাননি।



Our Like Page