শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

বাংলাদেশ টানা দ্বিতীয় বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সাতক্ষীরায় আনন্দ র‌্যালি

সাতক্ষীরা প্রতিনিধি:
নেপালকে তাদের মাটিতেই হারিয়ে টানা দ্বিতীয় বারের ন্যায় সাফ চ্যাম্পিয়ন শিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল শিরোপা জয়লাভ করায় সাতক্ষীরায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়ছে।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে উক্ত আনন্দ র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশ নেন, সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খাঁন, সাবেক সাধারন সম্পাদক ও আফঈদা খন্দকার প্রান্তির গর্র্বিত পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা স্যুটিং ফেডারেশনের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান খোকন, আইনুল ইসলাম নান্টাসহ অন্যান্যরা।

এসময় তারা বলেন, সাতক্ষীরার ত্রিরতœ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা খাতুন ও আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরাসহ বাংলাদেশের গৌরব। সাবিনার নেতৃত্বে নারী ফুটবলাররা দেশের মুখ উজ¦ল করেছে। টানা দ্বিতীয় বারের ন্যায় তারা সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়লাভ করেছে। তারা যাতে আগামীতে আরো ভালো খেলতে পারেন এজন্য দেশ বাসীর কাছে দোয়াও চেয়েছেন সাতক্ষীরার এই ক্রীড়াবিদরা।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছিল। এবারও বাফুফুরে পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।



Our Like Page