স্টাফ রিপোর্টার:
যশোরের অঅভয়নগরে কবুতর চুরিকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে শাহনেওয়াজ বাদি হয়ে বৃহস্পতিবার ৩১ অক্টোবর সকালে এ মামলা করেন। যার মামলা নং – ২২ তারিখ, ৩১/১০/২০২৪খ্রি.। তবে মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভ্রপ্রকাশ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। কবুতর চুরিকে কেন্দ্র করে চোর পক্ষের পটিুনিতে আমিন উদ্দিন বয়াতি (৮৫) নিহত হয়েছিল।
উল্লেখ্য সোমবার রাত সাড়ে দশটার দিকে বারান্দি গ্রামের মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল কবুতর চুরি করার উদ্দেশ্যে তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় চোরকে হাতেনাতে ধরে ফেললে সে চিৎকার শুরু করে। একপর্যায়ে আরিফুলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি হামলা চালায়। এ সময় বাড়ির সকলে পলিয়ে গেলেও বৃদ্ধ আমিন উদ্দিন বাড়িতে অবস্থান করে। তাকে একা পেয়ে আরিফুল মোড়ল (২৫), মিজানুর মোড়ল (৪০), মৌসুমী বেগম (৩৫), হাবিবা খাতুন (২০) ও ইশারাত মোড়ল (৫০) বুকে ও পিঠে আঘাত করে। গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে এলাকাবাসীর সহযোগিতায় ওই বৃদ্ধকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।