স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চাইনিজ কুড়ালসহ মো. শারিফ খান (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা বুইকারা গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। আটক শারিফ খান বুইকারা গ্রামের মো. ইকবাল খানের ছেলে।
সোমবার ( ১১ নভেম্বর) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে একটি বিদেশি পিস্তল (ইতালিয়ান), তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়ালসহ শারিফ খান নামে এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।