সেলিম রেজা :
নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার ৪০ দিনের মাথায় যশোর সিভিল সার্জন এর নির্দেশে আল-মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্স বন্ধ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ক্লিনিক এলাকায় স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালনা করে এ সিদ্ধান্ত নেয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৩০ আগষ্ট ২০২৪ তারিখ নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তোভুগি পরিবারের পক্ষ থেকে আল-মদিনা ক্লিনিক এর অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগ হাতে পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ওই তদন্ত কমিটির র্দীঘ তদন্তে ক্লিনিককের বিভিন্ন অনিয়মের প্রমান পায়। তদন্ত কমিটি গত ২০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন যশোর সিভিল সার্জন বরাবর পাঠায়। তারই ধারাবাহিকতায় সিভিল সার্জন মহদয়ের নির্দেশে আজ এই অভিযার পরিচালনা করা হয়েছে। এবং অনিয়ম দুর না কার পর্যন্ত ক্লিনিকের সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, নবজাতকের মৃত্যু ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়ে যশোর সিভিল সার্জন ডা. মাহমুদুর হাসান স্যারের নির্দেশে আজ এই অভিযান পরিচালনা করা হয় এবং ক্লিনিক কর্তৃপক্ষকে তাদের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে ভর্তি সকল রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠনো জন্য বলা হয়েছে।
এই অভিযান পরিচালনার সময় অভয়নগর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগীতা করে।