সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
এক নজরে :
বর্ষা এবং জলাবদ্ধতা উপেক্ষা করে পণ্য পাহারা দিচ্ছেন বন্দরের আনসার সদস্যরা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বেনাপোলে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা জুলাই পুনর্জাগরণ উপলক্ষে অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন

শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন

গাজী হাবিব, সাতক্ষীরা:
শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক কর্মসূচীর আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি লে. সাব্বির আহমেদ, সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সদর উজেলা নির্বাহি অফিসার শোয়াইব আহমাদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে প্রচারের জন্য সাতক্ষীরা জেলা তথ্য অফিসের পক্ষ থেকে নারী সমাবেশ, উঠান বৈঠক, চলচিত্র প্রদর্শন, পল্লী সঙ্গীত ও ভ্রাম্যমান নাটকের মাধ্যমে প্রচার করে থাকে।



Our Like Page