শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

অভয়নগরে ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে চোরে

স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে একরাতে পৃথক দুই বাড়ি থেকে দুইটি ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে চোরে। তাছাড়া অপর একটি বাড়ির খুপি ভেঙ্গে আটটি চিনাহাঁস চুরি করেছে চোর চক্রটি। রোববার দিবাগত রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে তিনটি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, একতারপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ির গোয়াল থেকে একটি ছাগল বের করে নির্জন এলাকায় নিয়ে জবাই করে নাড়িভুঁড়ি ফেলে রেখে মাংস নিয়ে যায়। একই রাতে ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে মুরাদ হোসেনের বাড়ি থেকে আরেকটি ছাগল জবাই করে মাংস চুরি হয়। এছাড়াও গ্রামতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমামুল ইসলামের আটটি চিনাহাঁস চুরি হয়ে গেছে। এ ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
উপজেলার একতারপুর গ্রামের ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমার বড় একটি দাঁড়ি ছাগল জবাই করে মাংস চুরি করে চোরেরা। তারা ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে এবং নাড়িভুঁড়ি ফেলে রেখেছে। আমাদের গ্রামে চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন এ চোর চক্রটিকে ধরে আইনের আওতায় আনে।
উপজেলার একতারপুর গ্রামের জমির বিশ্বাসের স্ত্রী মরিয়ম খাতুন বলেন, প্রতিবছর শীতের সময় আমাদের গ্রামে চুরি বৃদ্ধি পায়। এর আগে আমার ছাগল ও হাঁস চুরি হয়েছে। আমি এই চোরদের দ্রুত ধরার জন্য পুলিশের সহযোগিতা চাচ্ছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page