নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি উন্মোচিত হলো লেখক আতিকুর রহমান সাগরের একক গল্প “নিরব অভিশাপ (সারার গল্প)”-এর প্রচ্ছদ। বইটিতে প্রেম, পারিবারিক বাধা, সামাজিক প্রতিকূলতা, প্রতারণা এবং মনের গভীরে লুকানো কষ্টের গল্পগুলি বিশেষভাবে ফুটে উঠেছে।
গল্পটির মাধ্যমে লেখক জীবনের জটিল সম্পর্ক, আবেগ এবং বাস্তবতার নানা দিক তুলে ধরেছেন। পাঠকরা গল্পের প্রতিটি পাতা জুড়ে খুঁজে পাবেন ভালোবাসার যন্ত্রণাদায়ক রূপ, পারিবারিক সমস্যা, সামাজিক বাধা এবং বিশ্বাসঘাতকতার কষ্ট।
লেখক আতিকুর রহমান সাগর জানান, “এই গল্পে আমি মানুষের অন্তর্দ্বন্দ্ব এবং তার জীবনের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে চেয়েছি, যাতে পাঠকরা নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখতে পান।”
ইচ্ছাশক্তি প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে এই বইটি, যা খুব শীঘ্রই পাঠকদের কাছে পৌঁছে যাবে।
বই: নিরব অভিশাপ (সারার গল্প)
লেখক: আতিকুর রহমান সাগর
প্রকাশক: ইচ্ছাশক্তি প্রকাশনী
পাঠকদের জন্য একটি আবেগময় গল্প, যা জীবনের গভীরতা ও জটিলতাকে তুলে ধরবে।