রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

অভয়নগরের মেয়ে চিত্রনায়িকা আইরিন ‘বাজে খরচের অভ্যাস নেই, রাতে পার্টিও করি না’

দক্ষিণ বাংলা ডেস্ক :
ঢালিউড চিত্রনায়িকা অভয়নগরের মেয়ে আইরিন সুলতানা। ইতোমধ্যে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত নতুন ‘দুনিয়া’ সিনেমা আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নতুন সিনেমা মুক্তির পাশাপাশি ব্যক্তিগত নানান বিষয় নিয়ে সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হন আইরিন সুলতানা।

অভিনেত্রী বলেন, ‘দুনিয়া’ সিনেমা মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। নিজের কাজ পর্দায় দেখতে যেকোনো অভিনেত্রীরই আনন্দ লাগে। দর্শকও দেখে আলোচনা-সমালোচনা করতে পারে। আমি সপ্তাহখানেক আগে জানতে পারলাম, ছবিটি মুক্তি পাবে। পরিচালক সাইফ চন্দন ভাই একসঙ্গে হলে গিয়ে দেখার আমন্ত্রণও জানিয়েছেন। আশা করছি, কাল দর্শকসারিতে বসে ছবিটি দেখব।

একসময় চাকরি করেছিলেন এই অভিনেত্রী। বর্তমানে চাকরি আর করছেন না। কীভাবে চলছে- এমন প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, আমরা মধ্যবিত্ত। যখন চাকরি করতাম, তখন কিছু টাকা জমাতাম প্রতি মাসে। একটু একটু করে জমানো সেই টাকা দিয়েই চলছি। তা ছাড়া মাঝেমধ্যে বাড়ি থেকেও হাতখরচ নিই। আমার কিন্তু বাজে খরচের অভ্যাস নেই। সেই অর্থে বন্ধু-বান্ধবও নেই। রাতে পার্টি করি না, বিলাসবহুল বাসায়ও থাকি না। ফলে মাঝামাঝি একটা টাকায় মাসটা চলে যায়। তবে কিছু বিজ্ঞাপন আর ফটোশুট তো আছেই। সেখান থেকেও আয় হয়।

নতুন কাজ প্রসঙ্গে আইরিন বলেন, কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি, সেগুলোও চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮ সালে শোবিজে পা রাখেন আইরিন সুলতানা। মডেল থেকে চিত্রনায়িকা বনে গিয়েছিলেন তিনি। দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ দিয়ে ঢালিউড ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর অভিনয় করেছেন কয়েক ডজন সিনেমায়।



Our Like Page