সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করল শাহপরানের মাজার কর্তৃপক্ষ

দক্ষিণ বাংলা ডেস্ক:
ওরস ঘিরে ও সাপ্তাহিক গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করল সিলেটের হযরত শাহপরানের (রহ.) মাজার কর্তৃপক্ষ। পাশাপাশি ‘অসামাজিক কর্মকাণ্ড’ বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ। তবে আসন্ন ওরসের সময় মাজারের অন্যান্য কার্যক্রম চলবে।

শুক্রবার জুমার নামাজের পর ‘অসামাজিক ও অনৈতিক’ কার্যকলাপ বন্ধের দাবিতে মাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয় মুসল্লিরা। ওই দিন বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ গানবাজনা নিষিদ্ধের এ ঘোষণা দেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে এসব তথ্য জানিয়েছেন মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ। তিনি বলেন, ‘প্রতি বছর শাহপরানের মাজারে ওরসের সময় গানবাজনার আসর বসতো। এবার ওরস উপলক্ষে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমাদের অনুরোধ থাকবে, এখন থেকে কেউ বাদ্যযন্ত্র নিয়ে মাজারে আসবেন না। সেইসঙ্গে প্রতি বৃহস্পতিবার বসা গানবাজনার আসরও বন্ধ থাকবে। এরপরও কেউ যদি করার চেষ্টা করেন, তাহলে আমরা প্রতিহত করবো।’

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো জানতে চাইলে সৈয়দ কাবুল আহমদ বলেন, ‘অনেক সময় দেখা গেছে, গানবাজনার আড়ালে মাদকের আসর বসে। এটি আমরা কোনোভাবেই সমর্থন করি না। কারও চাপে পড়ে গানবাজনা বন্ধ করা হয়নি। আলেম-ওলামা, ছাত্র-জনতা, খাদেম পরিবার, এলাকাবাসী, সিটি করপোরেশনের কাউন্সিলর ও স্থানীয় প্রশাসন সবাই মিলেই আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত হয়েছে।’

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপরানের মাজারে ভক্তিমূলক গানের আসর বসতো। সাধু ও ভক্তরা সেখানে অংশ নিতেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নাচ-গান, মদ-জুয়া, অশ্লীলতাসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ছাত্র-জনতার ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস শাহ মমশাদ আলী, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, অসামাজিক-অইসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আফতারুল ইসলাম, শাহপরান মাজারের খাদেম সাজু আহমেদ, আত-ত্বাকওয়া মসজিদের দায়িত্বশীল সবুর আহমেদ, শাহপরান মাজার মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ প্রমুখ। এখান থেকে মাজারে গানবাজনা বন্ধের দাবি জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতি বছর নিয়ম অনুযায়ী রবিউল আউয়াল মাসের ৪, ৫, ৬ তারিখে তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির প্রথম দিন খতমে কোরআন, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবাই, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর তবারক বিতরণ করা হয়।

তবে ওরস চলাকালে মাজার কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মসূচির বাইরে ভক্ত ও আশেকানরা প্যান্ডেল করে নাচ-গান, মদ-জুয়া, গাঁজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতেন বলে অভিযোগ স্থানীয়দের।। এ ছাড়া মেলার নামে জুয়ার আসর বসানো হতো বলেও অভিযোগ আছে।

এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশেনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ‌‘মাজারে গানবাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরান মাজারে গানবাজনা, মাদক সেবনসহ সব প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে। কেউ এসবের আয়োজন করলে প্রতিবাদ করা হবে।’

প্রসঙ্গত, হযরত শাহজালাল (রহ.)-এর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম ছিলেন হযরত শাহপরান (রহ.)। দরবেশ শাহজালালের পরই সিলেটে তার খ্যাতি রয়েছে। দেশ-বিদেশের দূর-দূরান্ত থেকে জিয়ারতে আগত ভক্তদের অনেকে শাহজালাল মাজার জিয়ারতের পর শাহপরানের মাজার জিয়ারতে গমন করেন। হযরত শাহপরান (রহ.) ছিলেন হযরত শাহজালাল (রহ.)-এর ভাগনে। সিলেট শহর থেকে পাঁচ মাইল পূর্বে দক্ষিণগাছ পরগনায় খাদিম পাড়ায় তার মাজার অবস্থিত। শাহপরান (রহ.) একজন অলীয়ে কামেল ছিলেন।



Our Like Page