আতিকুর রহমান সাগর:
মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (FIU) জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ পোস্টের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
পোস্টে বলা হয়, “১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। “
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের দায়িত্ব হলো তাদের ত্যাগ ও সাহসিকতার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।”
এই দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ না করলেও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে দেওয়া হয়, যা শিক্ষার্থীসহ সকল মহলে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।