
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইক ঝিকরগাছা থানার নন্দিডুমরিয়া এলাকা হতে উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার পাটবাড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে আতিক হাসান (২৫)।
সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশ জানায়, গত ৪/১২/২০২৪ তারিখে ব্যবসায়ি মনিরের গ্যারেজ থেকে চুরি হওয়া ইজিবাইকটি ঝিকরগাছা থানার নন্দিডুমুরিয়া এলাকা অভিযান পরিচালনা করে ইজিবাইকসহ একজনকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, চুরি হওয়া ইজিবাইকটি ঝিকরগাছা থানার নন্দিডুমুরিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে ইজিবাইক চুরি একটি মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পরন করা হয়েছে।