রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

সাতক্ষীরায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলেন

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ড্রিলসেডে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা পেয়েছি স্বাধীন দেশ, লাল সবুজের পতাকা। পাক বাহিনীর সেদিন রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালিয়েছিল। প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও পুলিশ মুক্তিযোদ্ধারা দেশের জন্য ঝাপিয়ে পড়েছিল। রাষ্ট্র আপনাদের সম্মানিত করেছে। সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজীব খান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আমিনুর রহমান, অতিঃ পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, অতিঃ সিনিয়র পুলিশ সুপার তালা সার্কেল মোঃ হাসানূর রহমান, ডিআইও-২ মোঃ ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম।



Our Like Page