স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গঠনে সৎ যোগ্য নেতৃত্বের কারখানা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পেলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ যোগ্য খোদাভীরু ইসলামী নেতৃত্ব কে নির্বাচিত করতে হবে। চোর-ডাকাত কে ভোট দিয়ে অতিতে শান্তি প্রতিষ্ঠা হয়নি, আগামীতেও হবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র গঠন করতে ইসলামী নেতৃত্ব কে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে যাত্রাবাড়ী পূর্ব থানা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব ও লাল-সবুজের পতাকা এনে দিয়েছেন। ২০২৪ এর যোদ্ধারা আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করেছে। ১৯৭১-২০২৪ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামের সৈনিকেরা আমাদের জাতীয় বীর। জাতীয় বীরদের দলীয় সম্পদ না বানিয়ে, জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, যারা গত ১৫ বছর মানুষকে ঘর থেকে তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যা করেছে, তারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে। অথচ ওই খুনি হাসিনা বুদ্ধিজীবী হত্যার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর চাপিয়ে দিয়েছে। শুধু বুদ্ধিজীবী নয়, জামায়াতে ইসলামী এদেশের একজন মানুষকেও হত্যা করেনি। জামায়াতে ইসলামী হত্যার রাজনীতি করে না, জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে।
যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার নজরুল ইসলাম, নাজমুল হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, ব্যাংকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।