স্টাফ রিপোর্টার :
অভয়নগরে আতিয়ার মোস্তারী ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০:০০ টা হতে ১২:০০ টা পর্যন্ত আদিলপুর বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ১১টি সরকারি ও ২টি কেজি স্কুলে মিলে মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। আমেরিকা প্রবাসী বিভাগদী নিবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সানট্রাস্ট লিঃ এর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ মহসিন রহমানের উদ্যোগে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ তৈয়েবুর রহমানের সার্বিক সহযোগিতায় এই মেধাবৃত্তি পরীক্ষাটি পরিচালিত হয়ে আসছে।
পরীক্ষা পরিচালনা এবং পর্যবেক্ষণের জন্য এ সময় উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার, প্রধান শিক্ষক শেখ আব্দুল গফফার, সানট্রাস্ট এর কর্মকর্তাগণ ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল ও প্রাক্তন ৩টি ওয়ার্ড থেকে ৩ জন করে ৯ জন সহ মোট ১৫ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হবে। আগামী বছর থেকে ইউনিয়নের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন রহমান।