
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকা অভিযান পরিচালনা করে ৮০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, খুলনার রুপসা থানার রাজাপুর গ্রামের শাহ আলম বঢাপারির ছেলে ইব্রাহিম ব্যাপারি (২৩)।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার সময় পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় মধ্যপাড়া গ্রামস্থ ভবেরবেড় পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মরুহুম জানে আলম এর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য মূল্য আনুমানিক ১৬,০০০ টাকা।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ধৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়।