স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার ধোপাধী নতুন বাজারে নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. শাকিল আহমেদ রিপন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা কৃষকদলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার শ্রমিক দলের সদস্যসচিব এস এম রফিকুজ্জামান টুলু, নওয়াপাড়া পৌর কৃষকদলের সহ-সভাপতি সাইদুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন দপ্তরী, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির। নওয়াপাড়া পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্যরা।