সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

এবার এইচএমপিভি ভাইরাস রোধে বেনাপোল ইমিগ্রেশনে সর্তকতা

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
করোনা ও এমপক্সের পর এবার নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমন রোধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহনের নির্দেশ এসেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে। পাশ্ববর্তী দেশ ভারতে ভাইরাসটি দেখা দেওয়ায় সুরক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকে মাস্ক পরাসহ বিভিন্ন সচেতন মুলক পরামর্শ দেওয়া শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী পাসপোর্টধারীদের। এইচএমপিভি সংক্রমন নিয়ে
আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মানার উপর জোর দিয়েছেন স্বাস্থ্য কর্মীরা।

জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচএমপিভি ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পরে সেটি জাপান,মালয়েশিয়া ও হংকংয় ও ভারতে সংক্রমণ ধরা পড়ে। এই ভাইরাস বিশেষ করে ছোট শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের প্রভাবিত করছে। চিকিৎ-ব্যবসাসহ নানান কাজে প্রতিদিন বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের মধ্যে বিপুল পরিমানে পাসপোর্টধারী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে ভাইরাসটি সংক্রমনের ঝুকি বাড়ায় প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরিক্ষা শেষে ইমিগ্রেশন কার্যক্রম করা হচ্ছে। মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান,সর্দি,কাশি ও জ্বর থাকলে চিকিৎকের পরামর্শের অনুরোধ করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চললে সংক্রমন এড়িয়ে নিজেকে ও দেশকে সুরক্ষা রাখা যাবে বলছেন চিকিৎসকরা।

ভারত ফেরত পাসপোর্টধারী অনিমেশ জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন,ফেরার পথে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ তাকে স্বাস্থ্য পরীক্ষা করে ভাইরাসটি থেকে নিরাপদ থাকতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশ ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূইয়া জানান, ভাইরাস সংক্রমন রোধে ইমিগ্রেশন কর্তৃৃপক্ষ সতর্ক রয়েছেন। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের কেউ আক্রান্ত কিনা তা পরীক্ষা করছেন।

জাপান,মালয়েশিয়া ও হংকংয় ও ভারতে সংক্রমণ ধরা পড়ে। যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে ভাইরাসটি সংক্রমনের ঝুকি বাড়ায় প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরিক্ষা শেষে ইমিগ্রেশন কার্যক্রম করা হচ্ছে। মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান,সর্দি,কাশি ও জ্বর থাকলে চিকিৎকের পরামর্শের অনুরোধ করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চললে সংক্রমন এড়িয়ে নিজেকে ও দেশকে সুরক্ষা রাখা যাবে বলছেন চিকিৎসকরা।

ভারত ফেরত পাসপোর্টধারী অনিমেশ জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন,ফেরার পথে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ তাকে স্বাস্থ্য পরীক্ষা করে ভাইরাসটি থেকে নিরাপদ থাকতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশ ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূইয়া জানান, ভাইরাস সংক্রমন রোধে ইমিগ্রেশন কর্তৃৃপক্ষ সতর্ক রয়েছেন। ভারত থেকে আসা পাসপোর্টধারীদের কেউ আক্রান্ত কিনা তা পরীক্ষা করছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারি মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান,এইচএমপিভি সংক্রমন রোধে ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।



Our Like Page