রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

মোংলায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি :
মোংলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়লে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মরিয়ম (৭)। রবিবার দুপুরে মোংলা-খুলনা রেল লাইনের দিগরাজ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। দায়িত্বরত লাইনম্যান সময় মত রেলগেইট না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

নিহত শিশুর মা ফাতেমা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই সন্তানকে নিয়ে তাদের মা ফাতেমা বেগম মোংলা থেকে একটি যাত্রীবাহী বাসে বাগেরহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে দিগরাজ বাজার সংলগ রেলক্রসিংয়ে ওই বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামের ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। ওই সময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ওই ট্রেনের নিচে পড়ে যান। পরে ট্রেনটি কাটা পড়েন শিশুটি। ট্রেন চলে যাওয়ার পর রেল লাইন থেকে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে হাসপাতালে নেয়ার আগে পথেই শিশু মরিয়ম মারা যান বলে জানিয়েছেন বন্দর হাসপাতালের কর্তব্যরত ডাঃ মোঃ শামীম হাসান।

এদিকে দায়িত্বে অবহেলার কারণে দিগরাজ রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেইটম্যান মোঃ শাহিনের বিচারের দাবীতে ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। ওই সময় মোংলা-খুলনা মহাসড়কে সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে সড়কে আবারও যান ও ট্রেন চলাচল শুরু হয়। তবে ঘটনার পর থেকে দিগরাজ রেলক্রসিংয়ের গেটম্যান শাহিন পলাতক রয়েছেন। তার বাড়ী নাটোর জেলায় বলে জানা গেছে।

মোংলা রেল স্টেশনের টিকিট মাষ্টার মোঃ শরিফুর রহমান জানান, ইতিমধ্যে গেটম্যান কেনো ছিলোনা এজন্য গেটম্যানকে অলরেডি বুকআপ করা হয়েছে। এবং আগামী সাত দিনের মধ্যে তাকে চাকরিচ্যুত করা হবে। নিহত শিশুর পরিবারকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি



Our Like Page