স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে তারুণ্যের উৎসব ও ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে। দুই দিনব্যাপী মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০টি অস্থায়ী স্টল নির্মাণ করা হলেও ৫টি স্টল ছিল সম্পূর্ণ ফাঁকা। আয়োজক কমিটির দূর্বলতাকে দায়ী করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। অংশগ্রহণ না করার বিষয়ে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) সকালে পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী। এর আগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
মেলা প্রাঙ্গণে ২০টি স্টলের মধ্যে ৫টি স্টল ফাঁকা থাকা নিয়ে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিরূপ মন্তব্য করতে শোনা গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী বলেন, আয়োজক কমিটির দূর্বলতার কারণে এমনটি হয়েছে। তা না হলে মাত্র ২০টি স্টলের মধ্যে ৫টি স্টল কিভাবে ফাঁকা থাকে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা প্রশাসন ভবনের সামনে ২০টি অস্থায়ী স্টল নির্মাণ করা হয়েছে। এর মধ্যে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া মডেল ডিগ্রী কলেজ এবং মহিলা কলেজ অংশগ্রহণ করেনি। স্টলগুলো ফাঁকা অবস্থায় পড়ে ছিল।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গত ৫ জানুয়ারি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেইল করে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলা সম্পর্কে জানানো হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে অংশগ্রহণ করেনি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। উত্তর পাওয়ার পর কার্যকর ব্যবস্থাগ্রহণ করা হবে।