শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

যশোরে আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল

দক্ষিণ বাংলা ডেস্ক:
যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার নামে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। পরে এটি শহরের দঁড়াটানায় গিয়ে ছত্রভঙ্গ হয় যায়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হলো। তবে মিছিলের কথা জানেন না বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক।

জানা গেছে, এদিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন ২৫ নেতাকর্মীর।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু জানান, জেলা বিএনপির অফিস পোড়ানোর যে মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সেটা মিথ্যা বানোয়াট। সোমবার ওই মামলায় ২৫ জন হাজিরা দিতে গিয়েছিলাম। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করি।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর।



Our Like Page