শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

যশোর সহ দেশের ৩৫ জেলায় নতুন ডিসি

দক্ষিণ বাংলা ডেস্ক :
যশোর জেলার ডিসি সহ দেশের আরও ৩৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানায়। এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। মোট ৫৯ জেলায় নতুন ডিসিরা দায়িত্ব পেলেন। গতকাল সিলেটে নতুন ডিসি দেওয়ার একদিন পরই আবার অন্য আরেক কর্মকর্তাকে এই পদে বদলি করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হলো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের উপপরিচালক মোঃ আজাহারুল ইসলাম কে যশোর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
আজ যেসব জেলায় নতুন ডিসি পদায়ন করা হলো তার মধ্যে রয়েছে- মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, রাজবাড়ী, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, ‍মুন্সীগঞ্জ, শরিয়তপুর, বাগেরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, মেহেরপুর, পঞ্চগড়, যশোর, বরগুনা, নড়াইল, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বরিশাল, ঠাকুরগাঁও, নরসিংদী, দিনাজপুর, সিলেট।
সোমবার যে ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয় সেই জেলাগুলো হলো- ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।

সোমবার প্রকাশিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। আজ পৃথক প্রজ্ঞাপনে তার জায়গায় সিলেটের ডিসি পদে নতুন করে পদায়ন করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদকে।



Our Like Page