সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

অভয়নগরে ট্রাকসহ ১৭৬০ বস্তা ডিএপি সার আটকের তিন দিন পর মামলা

বিশেষ প্রতিবেদক:
যশোরের অভয়নগরে অবৈধভাবে সরকারি বরাদ্দের এক হাজার ৭৬০ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার সরবরাহের ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রসেন ম-ল বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। আটক ট্রাকসহ সার পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


সঠিকভাবে যাচাই-বাছাই করার জন্য মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।


মামলার আসামিরা হলেন, বরিশাল জেলার উজিরপুর থানার জল্লা গ্রামের বাহেরঘাট বাজারের তানিয়া এন্টারপ্রাইজের মালিক ভবতোষ সমদ্দার, অভয়নগর থানার নওয়াপাড়া রেলস্টেশন বাজারের মিতা ট্রান্সপোর্ট এজেন্সীর মালিক মো. মাহাবুর, একই এলাকার এস এ ট্রান্সপোর্ট এজেন্সীর (রাব্বি-সানি) মালিক মো. বাবু, মেসার্স সামিয়া ট্রান্সপোর্ট এজেন্সীর মালিক মো. মনিরুজ্জামান, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ভেড়ামারা বাজারের মেসার্স জুয়েল ট্রেডার্সের মালিক মো. শাহাবুদ্দীন, ঝালকাঠি সদর থানার ছত্রকান্দা গ্রামের বিসমিল্লাহ স্টোরের মালিক মো. নাজমুল আলম ওরফে নাবিল, রাজবাড়ি সদর থানার রাজ্জাক ট্রেডার্সের মালিক মো. আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিরোজপুর সোনা মসজিদ এলাকার বন্ধন ট্রেডার্সের মালিক মো. মকিব উদ্দীন, নাটের জেলার সিংড়া গ্রামের মেসার্স আবু বক্কর সিদ্দিকের মালিক এ এফ এম মাহফুজুর রহমান, একই এলাকার আশুতোষ কুমার সাহা ও রাজশাহী জেলার দূর্গাপুর থানার পানানগর বাজারের এস এস এন্টারপ্রাইজের মালিক মো. কামাল উদ্দীন।
আটক ট্রাকগুলো হচ্ছে- ঝিনাইদহ ট-১১-১০৮৯, ঢাকা মেট্রো ট-১৮-১৫৪৮. ঢাকা মেট্রো ট-২৪-০৬০২ ও বগুড়া ট-১১-১৭১৮।


মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার নওয়াপাড়া নদীবন্দর এলাকার বিভিন্ন ঘাট থেকে বিপুল পরিমাণ ডিএপি সার অবৈধভাবে ট্রাকে লোড দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিস ওই রাতে অভিযান শুরু করে। রাত ৯ টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে মজুমদার মিলের সামনে যশোর-খুলনা মহাসড়ক থেকে যশোরগামী সারবোঝাই চারটি ট্রাক আটক করা হয়। এ সময় চারটি ট্রাকে এক হাজার ৭৬০ বস্তা ডিএপি সার পাওয়া যায়। যার ওজন ৮৮ মেট্রিক টন, মূল্য ১৬ লাখ ৭২ হাজার টাকা।


এ ব্যাপারে শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খতুন বলেন, সরকারি বরাদ্দের সার প্রতারণামূলক আত্মসাতের উদ্দেশ্যে অন্য স্থানে পরিবহন/বিক্রি/ সংরক্ষণ করা হচ্ছিল। ঘটনার সঙ্গে স্থানীয় ও বহিরাগত সিন্ডিকেট জড়িত থাকায় ১১ জনের নামসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক সারের আমদানীকারক ও ডিলারদের বিষয়ে যাচাই-বাছাই করতে সময় লেগেছে। যে কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। বরাদ্দের সার সরবরাহ নিয়ে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না।


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, চারটি ট্রাকসহ এক হাজার ৭৬০ বস্তা ডিএপি সার পাচারের ঘটনায় মামলা হয়েছে। ট্রাকসহ সার থানা হেফাজতে রাখা হয়েছে। আসামী আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page