সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

শিক্ষার্থীর চোখে রানজিয়ারা রহমান ম্যাম

আতিকুর রহমান সাগর :
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধুমাত্র জ্ঞান অর্জনের নয়, এটি একটি পরিবার খুঁজে পাওয়ার জায়গা, যেখানে শিক্ষকরা শুধু গাইড নন, বরং অভিভাবকের ভূমিকা পালন করেন। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রানজিয়ারা রহমান ম্যাম আমাদের কাছে ঠিক তেমনই একজন অভিভাবক। তার মমতা, বিচক্ষণতা, এবং আন্তরিকতার ছোঁয়ায় তিনি আমাদের জন্য শুধু একজন শিক্ষক নন, বরং এক বিশাল বটবৃক্ষের মতো ছায়া হয়ে আছেন।

রানজিয়ারা রহমান ম্যাম একজন শিক্ষকের গণ্ডি পেরিয়ে একজন মায়ের ভূমিকা পালন করে আসছেন। তার কাছে আমাদের আইন ও বিচার বিভাগের প্রতিটি শিক্ষার্থী যেন তার নিজের সন্তান। আমাদের প্রতিটি সমস্যায়, আমাদের প্রতিটি ভুলে, এমনকি আমাদের কোনো হতাশার মুহূর্তে তিনি যেভাবে পাশে এসে দাঁড়ান, তাতে মনে হয় তিনি আমাদের শুধু শিক্ষক নন, একজন প্রকৃত অভিভাবক। তিনি আমাদের ভুলগুলো শুধরে দেন মমতার সঙ্গে, এবং আমাদের সমস্যাগুলো সমাধান করেন এমন নিষ্ঠার সঙ্গে, যা তাকে শিক্ষার্থীদের কাছে একজন “সুপার ওমেন” করে তুলেছে।

আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন থেকেই শুনতাম সিনিয়রদের মুখে রানজিয়ারা রহমান ম্যামের প্রশংসা। তারা বলত, “ম্যাম আমাদের মায়ের মতো ভালোবাসেন। তিনি এমন একজন, যার সঙ্গে কথা বললে নিজের দুঃখ ভুলে যাওয়া যায়।” সিনিয়রদের কথা শুনে আমার কৌতূহল এবং শ্রদ্ধা আরও বাড়তে থাকে। ভেবেছিলাম, তিনি কি আসলেই এতটা অসাধারণ? কিন্তু যখন ক্লাস শুরু করলাম এবং তার সান্নিধ্য পেলাম, তখন বুঝলাম তার সম্পর্কে শুনেছি যা, বাস্তবে তিনি তার চেয়েও অনেক বেশি।

রানজিয়ারা রহমান ম্যামের শিক্ষাদানের পদ্ধতি এতটাই প্রাণবন্ত এবং বাস্তবসম্মত যে, ক্লাসে বসে কখনো মনে হয় না আমরা কঠিন কোনো বিষয় শিখছি। তিনি বিষয়গুলো এত সহজ করে বোঝান, যেন মনে হয় শৈশবের সেই মজার পড়াশোনা চলছে। তিনি শুধু বইয়ের জ্ঞান দেন না; তার হাতে-কলমে শেখানোর পদ্ধতি আমাদের সত্যিকারের দক্ষতা অর্জনে সাহায্য করে। তিনি প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে এমনভাবে মিশে যান, যেন আমরা একজন বন্ধু বা পরিবারের সদস্যের কাছ থেকে শিক্ষা পাচ্ছি।

ম্যামের কাছে শিক্ষার্থী হিসেবে শুধু জ্ঞান নয়, আমরা প্রতিনিয়ত মানসিক সমর্থন এবং প্রেরণাও পাই। একদিন তিনি আমাকে বলেছিলেন, “সাগর, তোমার হাসি দেখলে আমি ফিদা হয়ে যাই।” তার এই কথা শুনে আমি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ি। তার সঙ্গে কথা বললে মনে হয় আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি। আর যখন তিনি বলেন, “তোমাকে আমার সবচেয়ে ভালো লাগে,” তখন আমি বুঝতে পারি যে তিনি কেবল একজন শিক্ষক নন, তিনি আমাদের জন্য একজন জীবন্ত প্রেরণা।

রানজিয়ারা রহমান ম্যাম তার শিক্ষকতার দায়িত্বকে শুধু কাজ হিসেবে দেখেন না, তিনি এটিকে একটি ব্রত হিসেবে নিয়েছেন। তার নেতৃত্বে আমাদের পুরো ডিপার্টমেন্ট যেন একটি পরিবার। তার হাসিমুখ, তার ধৈর্যশীলতা এবং তার অদম্য প্রেরণাদানের ক্ষমতা আমাদের প্রতিটি শিক্ষার্থীকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়।

আমাদের ডিপার্টমেন্টের প্রতিটি শিক্ষার্থীই তার কাছে একেকজন সন্তানের মতো। তিনি আমাদের জীবনের প্রতিটি সংকটের সময় পাশে এসে দাঁড়ান। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা। তার প্রতিটি উপদেশ, প্রতিটি হাসি আমাদের জীবনে নতুন আশার আলো দেখায়।

আমার জীবনে রানজিয়ারা রহমান ম্যামের মতো এমন আন্তরিক এবং নিবেদিতপ্রাণ শিক্ষক আমি আর পাইনি। তার মধ্যে আমি একজন অভিভাবক, একজন মেন্টর, এবং একজন বন্ধু খুঁজে পেয়েছি। আমি চাই, তিনি সারাজীবন এমনই হাসিখুশি থাকুন। তার হাসি আমাদের কাছে অনুপ্রেরণার উৎস। তার মতো একজন শিক্ষক আমাদের জীবনে পাওয়া সত্যিই এক আশীর্বাদ।

আমি মনে করি, আমাদের আইন ও বিচার বিভাগের প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে রানজিয়ারা রহমান ম্যাম চিরস্থায়ী হয়ে থাকবেন। তার জন্য আমরা প্রতিটি মুহূর্ত কৃতজ্ঞ। তার মতো শিক্ষক আমাদের জীবনে দিকনির্দেশনার আলো হয়ে থাকবেন সবসময়।

আমি গর্বিত আমি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী।



Our Like Page