শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতা

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সাড়ে ৫ কিলোমিটার পাড়ি দিয়ে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে এই দৌঁড় শেষ হয়।

এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাব থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি এ ম্যারাথন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে উদ্বোধনী দৌড়ে শামিল হন। তার এ উদ্যোগ প্রতিযোগীদের মধ্যে আনন্দ- উদ্দীপনা সৃষ্টি করে।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী অর্পণ বসু বলেন, ‘এমন আয়োজন তারুণ্যের শক্তি বৃদ্ধির পাশাপাশি আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। জেলা প্রশাসকের অংশগ্রহণ আমাদের জন্য বিশেষ প্রেরণা। এ ধরনের ইভেন্ট কেবল প্রতিযোগিতা নয়, শেখা ও একতাবদ্ধ হওয়ার দারুণ একটি সুযোগ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের সমাজের বৈষম্য দূর করতে ভূমিকা রাখে। এখানে সবাই একসঙ্গে দৌঁড়ায়, যা তারুণ্যের সমতা ও একতার প্রতিফলন করে। আমি মনে করি, তরুণদের এভাবেই একসঙ্গে কাজ করতে হবে, যাতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে ওঠে।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘তারুণ্যের শক্তিই আমাদের ভবিষ্যৎ। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য। আমি চাই, সাতক্ষীরার তরুণরা কেবল স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভা দেখাক।’

ক্রীড়াপ্রেমীরা এ আয়োজনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান। সাতক্ষীরা জেলা প্রশাসকও আশ্বাস দেন, তারুণ্যের বিকাশ ও ক্রীড়া প্রসারে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



Our Like Page